কুমিল্লার চৌদ্দগ্রামের ‘মুন্সীরহাট ছাত্র সংগঠন’ এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এসএসসি-২০২৪ ব্যাচ ও এইচএসসি-২০২৩ এবং ২০২৪ ব্যাচ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সদন বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মো: সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুন্সীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন আহমেদ মোল্লা।মুন্সীরহাট ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ফয়সাল আহমেদ মোল্লা এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীরহাট ছাত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা মো: জাহিদ হাসান মোল্লা, নব নির্বাচিত সভাপতি মো: আনাছ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাদিম, সিনিয়র উপদেষ্টা মো: বাহাদুর হোসাইন, উপদেষ্টা মো: রায়হান মজুমদার, নুরুল হক মোল্লা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।