কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো মনির হোসেন চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ মনির হোসেন চৌধুরী মোটরসাইকেল নিয়ে ইউনিয়ন পরিষদের দিকে ঢুকছিলেন। এ সময় ব্রাহ্মণপাড়া অভিমুখী দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ মাটিতে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা টাওয়ার হসপিটালে নেওয়া হয়েছে। জানা গেছে এ দুর্ঘটনায় তিনি মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।