হোমনা উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক এএফএম তারেক মুন্সি স্বাক্ষরিত উপজেলা বিএনপির ৫১ সদস্য এবং পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এতে উপজেলা বিএনপিতে মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি এবং মোজাম্মেল হক মুকুল (ভিপি মুকুলকে) সদস্য সচিব করা হয়েছে। এবং পৌর বিএনপিতে মো. ছানাউল্লাহ সরকারকে আহবায়ক এবং মো.নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার বলেন, হোমনা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমটি গঠন করা হয়।
এদিকে আজ শনিবার নতুন কমিটির নেতৃবৃন্দ উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে। পরে সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের কবরে শ্রদ্ধা নিবেদন করে এমকে আনোয়ারের বাসভবন চত্বরে আলোচনা সভা করেন। সভায় সভাপতিত্ব করেন নব গঠিত উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন।