হোমনায় মাদকসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মাদকসহ জনতার হাতে আটক মাছুম (২৮) উপজেলার ইটাভারা গ্রামের রেনু মিয়ার ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, বুধবার রাতে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক কারবারিরা হোমনা থেকে মেঘনা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় মাদকবাহী সিনজিটি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের খলিল মাস্টারের বাড়ির সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা সিএনজিটি আটক করে। সিএনজি থামা মাত্রই এর ভিতরে থাকা একজন নারী দ্রুত নেমে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এক কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মাছুমকে আটক করে থানায় খবর দেয়। এরপর রাত সাড়ে এগারোটায় তাকে গ্রেফতারসহ উপরোক্ত মাদক জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।