হোমনা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে হযরত মুহাম্মদ (সা.) -এর জন্মলগ্ন, কর্ম ও জীবনী নিয়ে আলোচনা, কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, মাওলানা মো. শহিদুল্লাহ, মাওলানা মো. ওয়ারেস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাসেল আহমেদ,ইসলামিক ফাউন্ডেশন হোমনা শাখার মডেল কেয়ারটেকার মো. বিল্লাল হোসেন প্রমুখ।