১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) বিকালে দাউদকান্দি পৌর আওয়ামী লীগ আয়োজিত দাউদকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামী লীগ এর প্রধান কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহজাহান মিয়ার সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর। আলোচনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।