আজ শনিবার রাতে লাকসাম পৌরসভা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির রতনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, প্রধান বক্তা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, বিশেষ অতিথি পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন বণিক, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম স্বজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শম্ভু সাহা, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, নিমাই সাহা, মহিন উদ্দিন, জামাল হোসেন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, হারুনর রশিদ, কামরুল ইসলাম মনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল প্রমুখ।
নেতৃবৃন্দ ফিতা কেটে অফিস উদ্বোধন কালে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম কে নৌকা মার্কায় বিজয়ী করার জন্য সকলে মিলে কাজ করতে হবে। যারা নির্বাচন কে বানচাল করতে আসবে তাদেরকে প্রতিহত করার আহবান জানান।