গতকাল রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা জিলা স্কুলের বিজ্ঞান ( দিবা) বিভাগের ছাত্র মোঃ রাহিবুল ইসলাম তাবিব জিপিএ ৫ পেয়েছে। সে সকল বিষয়ে A + পেয়েছে। তার মোট প্রাপ্ত নাম্বার ১২২১।
রাহিবুল ইসলাম তাবিব কুমিল্লা দায়রাজজ আদালতের এপিপি এবং লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা’র পুত্র।
সে পিএসসি পরীক্ষায়ও বৃত্তি লাভ করেছে। তার একমাত্র বোন মিফতাহুল জান্নাত রিসতা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত। সে সকলের দোয়া প্রার্থী।