কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে দুলালপুর আলোর দিশারি স্কুল চত্তরে ওই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেরপ্রতিষ্ঠাতা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি ছিলেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহেরের ছোট ছেলে ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাশেদুল ইসলাম বাবু ভূইয়া, দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন।
এছাড়া আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অধুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সামসু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, কুমিল্লা দক্ষিন জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাসেল, যুবলীগ নেতা মো. জালাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী আশরাফুল ইসলাম শ্রাবন, শিদলাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মানিক মিয়া প্রমূখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
স্মরণ সভা শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷