কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ ২১ ডিসেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ২৮ গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে এবং মাদক বহনে ব্যবহৃত একটি মটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ শাহাবুর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সাহেবাবাদ ইউনিয়নের (জিরুইন – কংশনগর) গামী সড়কের আয়াত আলী ডাক্তারের বাড়ীর সামনে হইতে সবুজ মিয়া (৩১), মোঃ সোহেল (২০), মোঃ হোসেন (২৫) কে গ্রফতার করে। এসময় পুলিশ তাদের দখল হইতে ২৮ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করে। গ্রফতার কৃতরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলা (সদর) গ্রামের রহমত আলীর ছেলে মোঃ সবুজ,একই এলাকার ফরিদ মিয়ার ছেলে মোঃ সোহেল এবং খালেক খন্দকারের ছেলে মোঃ হোসেন। তাদের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।