কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গত শুক্রবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়ধুশিয়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে মোটরসাইকেল বিপরিত মুখী পিকাপ ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে সাইফুল ইসলাম আহত হয়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। কুমেকের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। ঢামেকে নেওয়ার পর একই দিন রাত সাড়ে ১১টায় সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কলেজ ছাত্র মো. সাইফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নর চারিপাড়া গ্রামের শের আলীর একমাত্র সন্তান। সে এবছর ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। এছাড়া সাইফুল ব্রাহ্মণপাড়া বাজারের চিশতিয়া ফার্মেসীতে বিক্রয়কর্মী ছিলেন।
পরে গতকাল শনিবার দুপুর ২ টায় চারিপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা শেষে চারিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করে স্বজনরা।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বলেন, কুমিল্লা শাসনগাছা টু ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের বড়ধুশিয়া এলাকায় পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
সাইফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।