কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা লেডিস্ ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সহধর্মিণী ফাহিমা নাসরিন’কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে লেডিস ক্লাবের সভাপতি ফাহিমা নাসরিন’কে ফুলেল শুভেচ্ছা ও সম্মান ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।
এছাড়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের সহধর্মিণী ও লেডিস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিপি মাহমুদ, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, আনসার বিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, উপপরিদর্শক এসআই সোহানা খাতুন প্রমূখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।