আজ ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

হলভর্তি শিক্ষকদের ফুল দিয়ে ইউএনও'র শুভেচ্ছা ও কুশল বিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে

ব্রাহ্মণপাড়ায় প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষকদের ফুলেল সম্মাননা প্রদান করা হয়। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সোহেল রানা মঞ্চ থেকে নেমে শিক্ষকদের কাছে গিয়ে প্রত্যেকের হাতে হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশলাদি জিজ্ঞাসা করেন। এসময় প্রিয় মানুষকে কাছে পেয়ে শিক্ষকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন৷ প্রত্যেকের আবদার মিটান বিদায়ী ইউএনও সোহেল রানা।
এর আগে বৃহস্পতিবার সকালে ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে আরম্ভ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।


পরে মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননার আয়োজন করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে এবং গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল ও নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন মিয়া।
এসময়, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, বড়ধুশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, বেজুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া, শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পোমকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সরকার, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদির, টাকই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মজুমদার, বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম,  প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান তালুকদার, শশীদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, পূর্ব চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জসিম উদ্দিন, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান আবদুল হান্নান, তেতাভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান তাজুল ইসলাম ভূইয়া, কান্দুঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শানু মিয়া, জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার ভূইয়া, বাগড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা বলেন,  “শিক্ষকতা সমাজের সবচেয়ে সম্মানিত পেশা।
শিক্ষকদের হাত ধরে একটি উন্নত জাতি গড়ে ওঠতে পারে। তাই জাতি, সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে হলে শিক্ষকদের নিজেদের আধুনিক ও দক্ষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিকল্প নেই”।

আরো পড়ুন

তারুণ্যের উৎসব উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়...

Read more
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিলেন ইউএনও।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের...

Read more
ব্রাহ্মণপাড়ায় আলোচিত সফিউল্লাহ খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষার্থী মো. সফিউল্লাহ (১৮) খুনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে...

Read more
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা!

ব্রাহ্মণপাড়া সদরে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে উপযুপরি ছুরা দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।  ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)...

Read more
বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৬১০ টাকা মূল্যের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Scroll to Top