মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারসহ মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ( ১৬ ডিসেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. ছামিউল ইসলাম। পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কবির আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।
এ ছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।