কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ও সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন’টি অবৈধ খনন যন্ত্র (ড্রেজার মেশিন) ও এর পাইপ বিনষ্ট করা হয়।গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, মাটি-ফসল-ভিটেমাটি বিনষ্টকারী অবৈধ ড্রেজার মেশিন চলতে দেয়া যাবে না। কৃষি জমি সুরক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে আছে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।