অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলার ব্রাহ্মণপাড়া মডেল একাডেমিতে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান এর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থাপন ও উন্নয়ন কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শাহনাজ রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুমিল্লা এর এডিডি ( শস্য ) মোহাম্মদ বেলায়েত হোসেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজিবুর রহমান।
জানা যায়, প্রকল্পটির মাধ্যমে উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনাবাদি পতিত ও অব্যবহৃত বসতবাড়ির আঙিনা চাষের আওতায় আনা ও বছরব্যাপী উপজেলার কৃষক পরিবারের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদন করাই এর লক্ষ্য।
অনুষ্ঠান শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন জাতের দশ প্যাকেট সবজি বীজ ও দুটো করে ফলদ গাছের চারা প্রদান করা হয়।