ব্রাহ্মণপাড়া উপজেলা অফিসাস ক্লাব কর্তৃক আয়োজিত তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা ডাকবাংলোতে ব্রাহ্মণপাড়া থানা সাবেক অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান ও উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার কবির আহমেদকে এই বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত থেকে সেবা দিয়েছেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অফিসাস ক্লাবের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউসার হামিদ,ব্রাহ্মণপাড়া থানা নবাগত অফিসার ইনচার্জ এসএম আতিক উল্লাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ,পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান খান, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন,এসআই সোহেনা আক্তার, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।