‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখান থেকে অতিথিরা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ
ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
এছাড়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শিরিন সুলতানা প্রমূখসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।