“দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আখন্দ, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত।
এসময় বক্তারা বৈষম্যবিরোধী ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।