আজ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে দাউদকান্দির জনসভায় তারেক রহমান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।দল করে না যাই করেন কাউকে ছাড় দেওয়া হবে না।যেখানেই দুর্নীতি হবে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার(২৫ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করাসহ খাল কাটা, বেকার যুবকদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্য সেবায় হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ধরেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যখন ছিল নারীদের ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছে। বহু কৃষকের ঋণ মওকুফ করেছে। বিএনপি দেশের এবং মানুষের উন্নয়নে বিশ্বাসী। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করব। তিনি বলেন, আমরা অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। আমরা মানুষের উন্নয়নের কথা বলতে চাই। কিভাবে উন্নয়ন করতে হয় সেই পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরছি।

তিনি বলেন, দেশের মানুষ যে আশা নিয়ে ৫ আগষ্ট দেশের একটি পরিবর্তন করেছিল সেই লক্ষ্যে দেশকে স্বনির্ভর ও দেশের মানুষকে ভালো রাখতে বিএনপি ভোট দিতে হবে। আগামি ১২ ফেব্রুযারি কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে এমন কাজ করবে। কিন্তু তারা আমাদের ভালো কাজেরও সমালোচনা করছে। নির্বাচনী শ্লোগান স্মরণ করিয়ে দিয়ে সমাবেশে তারেক রহমান বলেন, ‘করবো কাজ গরবো দেশ, সবার আগে বাংলাদেশ’।

সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,কুমিল্লা-৩ আসনের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ,মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতন,দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল হক,সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান সরকার,পৌর বিএনপি আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার,পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার,উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমন,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন কাউন্সিলর,কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার,পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
দাউদকান্দিতে ড. মোশাররফের পক্ষে তার ছেলে ড. মারুফের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
দাউদকান্দিতে প্রবাসিকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা দাবি; আটকে গেল বিদেশগামী ফ্লাইট।

কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীকে জিম্মি করে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মারধর করে ও হামলার ফলে ভুক্তভোগী প্রবাসীর...

Read more
দাউদকান্দিতে নান্দনিক স্তম্ভ “আল্লাহ ৯৯ নাম খচিত টাওয়ার” দেখতে দর্শনার্থীদের ভীড়।

"পার্ক বা বিনোদন কেন্দ্র বলতেই দর্শনার্থীদের উপচেপড়া ভীর। শিশু-কিশোর, যুবক-যুবতীসহ নানান বয়সের মানুষের আগমন ও বিচরণ ঘটে সেখানে। দেশের বিভিন্ন...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top