বাংলা সংস্কৃতি বলয়‘র কুমিল্লা সংসদ সম্মেলন প্রস্তুতি ও সভ্যপদ সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।
শনিবার সন্ধায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত বলয়ের কুমিল্লা সংসদের সম্মেলন প্রস্তুতি সভায় এ কাযক্রমের উদ্ধোধন করেন সভার প্রধান অতিথি বিশ্বকমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন।
কুমিল্লা সংসদ সাময়িক কমিটির আহবায়ক রুবেল কুদ্দুসের সভাপতিত্বে ও বিশ্ব কমিটির সহ –মহাসচিব এস এম আল মামুনের পরিচালনায় সভায় সভায় বিশ্বকমিটির অর্থ সম্পাদক মোঃ আল আমিন, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন জাকির, দেলোয়ার হোসাইন আকাইদ, শাহ মুজিবুল হক, সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত, কুমিল্লা সংসদের চৌধুরী মরিয়ম হাশমী, স্মৃতি শর্মা, কাজী সাজেদা হক, সাহিদা আক্তার পপি, নাসিমুন নাহার, সুষমা সেন, সুমনা সুমন, হালিম আব্দুল্লাহ, খায়রুল বাশার বাঁধন, প্রিয়াংকা ভৌমিক, সোহাগ শান্তনূর, অধ্যাপক শাহীন শাহ, সানজিদা রোমানা, এজহারুল হক মিজান, কমল দাস, রাসেল দেওয়ান, হূরে জান্নাত আলো,শারমিন হোসেন ইমু, সাজিয়া আফরিন ইমু, ডা:সুবর্না মজুমদার, নীহারিকা দাস, খায়রুল আজিম শিমুল, রাইয়ানুল জান্নাত রোজা, মো:নুরুল আলম আরজু, সুপ্রিয়া রায়, সুষমা সেন নির্ধারিত এজেন্ডার উপর আলোচনায় অংশ নেন।
বিশ্ব কমিটির কলকাতা অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা সংসদের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সেপ্টেম্বর মাসের মধ্যে ৩০০ সদস্য সংগ্রহ, ব্যাংক হিসাব ও কুমিল্লায় বাংলা বলয় বিশ্বকমিটির সদর দপ্তর কার্যালয় শুরু করার বিষয়ে সভায় সদস্যরা আলোচনা করেন।
উল্লেখ্য গত ৭ অগাস্ট কলকাতায় বাংলা সংস্কৃতি বলয়‘র বিশ্বকমিটির মুখ্য পৃষ্ঠপোষক কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে বিশ্ব কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ সভায় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অখন্ড বাংলার ৯৬টি প্রশাসনিক জেলায় বাংলা সংস্কৃতি বলয়‘র শাখা সংসদ গঠন করার পরিকল্পনা করা হয়েছে।