আজ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে। রাজনীতি মানে আমাদের একটি সমাজ। ফ্যাসিজম আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমরা যদি ইতিহাস ভুলে যাই, তবে আমরাও ফ্যাসিজম হয়ে যাবো। ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা ও একটি পক্ষও বলা শুরু করেছে এবং ইতিহাসকে ভুলে গিয়েছিলেন। সেজন্য তারা ফ্যাসিজম হয়ে গিয়েছে। তিনি তরুণ প্রজম্মকে বেশি বেশি বই পড়ে, ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করে বলেন, তোমার যত বেশি কুরআন, হাদিস এবং বই পড়বে, তত বেশি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তিনি সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কোমাল্লায় ‘বিলকিস আলম পাঠাগার’ এর উদ্যোগে আয়োজিত “গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়ার প্রয়োজনীয়তা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার আগামী ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সহ ছাত্রজনতার শহীদ মিনারের গণজমায়েত সর্ম্পকে বলেন, আমি জানিনা তারা ঐদিন কি ঘোষণা করতে যাচ্ছেন। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, রাষ্ট্র ও সরকার এক নয়, জনগণের সার্বভোমত্বই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এবং সরকার এই দুইটি বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়, আমরা আশা করবো ছাত্ররা আগামীকালে ঘোষনায় আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার করবেন। ফরহাদ মজহার আরও বলেন, আমরা সকলে মিলেমিশে একটা সমাজ। এই সমাজে থাকবে রাজনীতি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকলেই মিলে হবে একটি আদর্শ সমাজ। এমন সমাজ যদি সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের মধ্যে কোন ফ্যাসিজম হবে না। আর যদি না পারি, তবে আমাদের মধ্যে আবারও ফ্যাসিজম সৃষ্টি হবে।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে ‘বিলকিস আলম পাঠাগার’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) অধ্যাপক এইচ আর হারুন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি আগা আজাদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন। বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো: নুরুল আলম খাঁন এর সভাপতিত্বে ও তরুণ কবি, সাংবাদিক ইমরান মাহফুজ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ^বিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমাদ, বিশিষ্ট কবি গবেষক ও সাহিত্যিক ড. কাজল রশীদ শাহীন, বানান এর সম্পাদক মোহাম্মদ রাসেল, সম্পাদক ও শিশু সাহিত্যক মামুন সারওয়ার, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আবিদ আজম প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামের মেষতলায় বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী।

কুমিল্লার চৌদ্দগ্রামে মেষতলা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু বকর সিদ্দীককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে...

Read more
চৌদ্দগ্রামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী ও ছাত্র সমাবেশ।

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১...

Read more
পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগ চৌদ্দগ্রামে বিগত ১৫ বছর ধরে...

Read more
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসন ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত।

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক...

Read more
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে খোলা আকাশের নিচে ৫ পরিবার!

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে পাঁচটি পরিবার। এতে ওই ঘরগুলোতে থাকা দামি আসবাবপত্র...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top