কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়৷ এসময় অপসারণকৃত ড্রেজার মালিকদের জরিমানা করে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি)মো.জিয়াউর রহমান৷
শনিবার(২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিংলাতলী ও ইলিয়টগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷ এসময় ড্রেজিং এর সাথে সম্পৃক্ত ২ জন ড্রেজার মালিকদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়৷
স্থানীয় এক কৃষক জানায়, অনেকদিন থেকেই তারা ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করতে থাকে। আমরা বাধা দিলেও সে গ্রামের প্রভাবশালী হওয়ায় তারা বাধা মানেনি। সারাবছর তারা মাটি কাটে। জমি বিক্রি করতে গেলেও কেউ জমি কিনতে চায় না বলে অভিযোগ করেন৷
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন, দাউদকান্দি মডেল থানার এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।