দাউদকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দাউদকান্দির রায়পুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,
উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, দাউদকান্দি প্রেস ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরু জালাল প্রধান, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জিংলাতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আলাউদ্দিন সরকার ও সদস্য সচিব আজমালুর রহমান নিপুণ, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি।