উদকান্দিতে ‘ব্লাড ডোনার্স গৌরীপুর’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গৌরীপুর বাজার পূর্ণতা প্লাজার ৩য় তলায় ফিউচার আইসিটি স্কুল মিলনায়তনে বৃহস্পতিবার(৩১ আগস্ট)সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।
সংগঠনের উপদেষ্টা মো: মনির হোসেনের সভাপতিত্বে ও প্রান্ত সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও ফিউচার আইসিটি স্কুল-এর চেয়ারম্যান মোঃ শফিউল বাশার সুমন, মো: সফিকুল ইসলাম, মো: এখলাছুর রহমান মুন্সী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রক্তদাতা মো: মনির হোসেন, তানিয়া আক্তার, ইমতিয়াজ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘প্রত্যেক স্বেচ্ছাসেবক সমাজের এক একটি আয়না। এই আয়নাকে অন্যরা
অনুসরণ করবে-এটাই স্বাভাবিক। সুতরাং তাদেরকে
সর্বদা দোষত্রুটি মুক্ত থাকার চেষ্টা করতে হবে’।
এসময় তিনি আরও বলেন, আমাদের রক্তদাতা তথা স্বেচ্ছাসেবীদের যেসব প্রতিষ্ঠান অবমূল্যায়ন করবে, তাদের কাছ থাকে আমরা দূরে থাকবো’।
পরে কেক কেটে ও মিষ্টি খাওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।