দাউদকান্দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়৷ মেলা উদ্ধোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ধোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম৷এসময় আগত শিক্ষার্থীদেরকে যুগোপযোগী শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার প্রসারে মনোনিবেশ করার তাগিদ দেন।
এসময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীমউদ্দিন আহম্মেদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক,আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।