১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।
১৭ মার্চ (রবিবার) সকালে উপজেলা মিলনায়তনে,প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড.আবদুল মান্নান জয়।
এর আগে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আবদুস সবুর এমপি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির শোয়েব,সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, মডেল থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, উত্তর জেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকারসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।