কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই কর্তৃক সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
সোমবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীপুরে”আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধন কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়ক চাই কর্তৃক সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামকে নগদ অর্থ সহায়তা প্রদান ও নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন৷
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আলমগীর হোসেনের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাইয়ের উপদেষ্টা ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব,মোহাম্মদ আলী সুমন,কেন্দ্রীয় নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন এরশাদ,সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান প্রমূখ৷
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.তৌহিদ আল হাসান,মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.নোমান মিয়া সরকারসহ স্থানীয় বিশিষ্ঠজন ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ৷
অনুষ্ঠান শেষে পঙ্গুত্ববরণকারী নাঈম ইসলামে পিতা আনোয়ার হোসেন ও মা লিপি আক্তারের হাতে নগদ অর্থের চেক তুলে দেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনসহ অতিথি বৃন্দ৷