কুমিল্লার দাউদকান্দিতে নদীর তীরে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ৷২ দিনব্যাপী অভিযানের দ্বিতীয় দিনে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, জরিমানা ও বালু অপসারণের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ অভিযানকারী দল ।
সোমবার (৩১ জুলাই) দ্বিতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভার গোমতী নদীর তীরে এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
দুই দিনের অভিযানের শেষ দিনের ১১টি প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় নদীতে অবৈধ বালুর ড্রেজারের পাইপ গুড়িয়ে দেওয়া হয়৷এদিকে নদীর প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে ইট,বালু অবৈধ স্থাপন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে তাই ঔসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এবং বিআইডব্লিউটিএ’র জায়গায়
রাখা বালু,ইটসহ অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় দেন সংশ্লিষ্ট দখলদার ব্যবসায়ীদের। তিনি বলেন বিআইডব্লিউটিএ জায়গা উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিএ মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরিফুর ইসলাম ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব৷
এ সময় বিআইডব্লিউটিএ অভিযানকারী দলকে সহায়তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা সহায়তা করেন।