কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট বাংলাদেশ উৎপাদনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সোমবার( ২ অক্টোবর) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ উৎপাদনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মো.আফসার হোসেন খন্দকার,সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামান শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ আলোচনা সভা শেষে একটি র্যালী নিয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন৷