“তোমার আলোয় আগামী হউক শুদ্ধ, অন্ধকারের পথ করে দাও রুদ্ধ” এ প্রতিপাদ্যে কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি পৌরসভা বাজারে একটি রেস্টুরেন্টে শিক্ষা -সাংস্কৃতিক ফোরাম “সৃজন” এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
“সৃজন” সভাপতি তৌফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও আবু তাহের নয়নের স ালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নূরুল আমিন ও সৃজনের উপদেষ্টা আব্দুস ছাত্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সৃজনের এমন উদ্যোগের উচ্ছ্বসিত প্রসংশা করেন। তিনি বলেন,এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরী করবে। আগামীতে মেধাবী শিক্ষার্থীরাই দেশ জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন,প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ড. নুরুল আমিন বলেন,ভবিষ্যতেও “সৃজন” আরও বড় পরিসরে তাদের এমন কর্মকান্ড অব্যাহত রাখবে।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানণা পদক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল মোল্লা,সৃজন সাধারান সম্পাদক মেহেদী রনি,প্রবাসী রুবেল মোল্লা,শিক্ষক শরীফুল ইসলাম
শিক্ষক আব্দুল হান্নান মোল্লা,সৃজন সদস্য
লোকমান হেকিম,ইঞ্জিঃ আবু সাঈদ,রোমান মিয়াজী,হাসান ভূইয়া,মাহাবুব রনি প্রমূখ৷