সারা দেশের ন্যায় কুমিল্লার দাউদকান্দিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দাউদকান্দিতে এইচএসসিতে পাসের হার ৮৭.৫৩ % এবং আলিমে পাসের হার ৯০.৮৩%। আজ মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়,দাউদকান্দি উপজেলায় এইচএসসিতে মোট পরীক্ষার্থী ২৯৭৬ জন, পাস করেছে ২৬০৫ জন,জিপিএ-৫ পেয়েছে ৪৮৪ জন এবং আলিমে মোট পরীক্ষার্থী ২৫১ পাস করেছে ২২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন৷
কলেজগুলো হলো-হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থী ২৩৮ জন,পাস করেছে ১১৪ জন, জিপিএ পেয়েছে ২ জন, পাসের হার ৪৭.৯০%,গৌরীপুর ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজের মোট পরীক্ষার্থী ২২৬ জন,পাস করেছে ১০৫ জন,জিপিএ -৫ পেয়েছে ২ জন,পাসের হার ৪৬.৪৬%, জুরানপুর ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থী ৫৫২ জন,পাস করেছে ৫৫১ জন,জিপিএ -৫ পেয়েছে ১৫২ জন,পাসের হার ৯৯.৮২%,ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজে মোট পরীক্ষার্থী ৫২০ জন,পাস করেছে ৫১৯ জন,জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন ৯৯.৮১%,ড.খন্দকার মোশাররফ ফাউন্ডেশন কলেজে মোট পরীক্ষার্থী ৫৭৪,পাস করেছে ৫৬৬ জন,জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন,রবকোটা স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ৫৩২ জন,পাস করেছে ৫০৭ জিপিএ-৫ পেয়েছে ৬১ জন,পাসের হার ৯৫.৩০%,বেগম রাবেয়া মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ১৮০ জন,পাস করেছে ১৬৮ জন,জিপিএ-৫ পেয়েছে ১৩ জন,ভাজরা এসইএসডিপি মডেল স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ২৬ জন,পাস করেছে ৫ জন,পাসের হার ১৯.২৩%,মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ১২৮ জন,পাস করেছে ৭০ জন,জিপিএ-৫ পেয়েছে ৩ জন,পাসের হার ৫৪.৬৯%৷
এদিকে শ্রীচাইল মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার মোট পরীক্ষার্থী ৪৪ জন,পাস করেছে ৪৩ জন,পাসের হার ৯৭.৭৩%,পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৮ জন,পাস করেছে ২৩ জন,জিপিএ-৫ ১ জন,পাসের হার ৮২.১৪%জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৯ জন পাস করেছে ২৬ জন,জিপিএ-৫ পেয়েছে ৪ জন,পাসের হার ৯৫.২৪%,কাউয়াদি ফাজিল ডিগ্রী মাদ্রাসার মোট পরীক্ষার্থী ২০ জন, পাস করেছে ১৯ জন,জিপিএ-৫ পেয়েছে ৪ জন,পাসের হার ৯৫.০০%,জায়গীর কামিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২১ জন,পাস করেছে ২০ জন,পাসের হার ৯৫.২৪%,নৈয়ার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ২৯ জন, পাস করেছে ২৫ জন,পাসের হার ৮৬.২১%,দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার মোট পরীক্ষার্থী ৩০ জন,পাস করেছে ২৪ জন,পাসের হার ৮০.০০%,সিগুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মোট পরীক্ষার্থী ১৮ জন,পাস করেছে ১৬ জন,পাসের ৮৮.৮৯%৷