কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০ কেজি গাঁজা ও ৯৪বোতল ফেন্সিডিলসহ আব্দুর সবুর(৩৮)নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১সিপিসি ২ এর সদস্যরা।সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আফজলনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন,বরিবার(৬আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০কেজি গাঁজা ও ৯৪বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাদক পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগ চৌদ্দগ্রামে বিগত ১৫ বছর ধরে...
Read more