ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সাতঘতিয়া এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির নাম পরিচয় প্রথমে জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। পরে সিআইডি পুলিশের সহযোগিতায় পরিচয় পাওয়া যায়। নিহত যুবকের নাম ইয়াছিন আরাফাত, নোয়াখালী সেনবাগের বিরাহীমপুর এলাকার আবুল খায়ের ছেলে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন,সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।।ধারনা করা হচ্ছে ভোর রাতে যানবাহনের ধাক্কায় ওই ব্যাক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ বছর। তার গায়ে কালো হাফ শার্ট ও পড়নে লুঙ্গি ছিলো। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।