কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত ও অপর দুর্ঘটনায় শরীফ নামে এক কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসী হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৬১৬২) নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।
অপর ঘটনায় মহাসড়কের আলকরা ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় ভোর বেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৬১৪৩) কে অপর একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ঢ-১১-৫৩৪১) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরীফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর কর্মীরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।