কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুর পৌঁনে ১টার দিকে গুণবতী রেলওয়ে স্টেশন আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
শুক্রবার বিকালে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুপুর পৌঁনে ১টার দিকে স্টেশন আউটারে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় সনাক্তে সহযোগিতা চেয়ে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনী কার্যক্রম শেষে মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।