কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ মো: রুবেল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সমেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে একটায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের নালঘর রাস্তার মাথা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: রুবেলকে আটক করে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের নালঘর রাস্তার মাথা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে৷ বুধবার দুপুরে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’