কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুুপুরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, সমবায় অফিসার ভূঁইয়া মো: শাহীনুর রহমান, তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম।