আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ মে) সুপ্রিমকোর্টের  নির্দেশনায়  নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবির্ধাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপে ০৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার বিষয়টি উল্লেখ করে সোমবার একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সেলিম প্রধান জানান- গত (১২ মে) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ের দিন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা এবং হাইকোর্টের রিটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কথা জানিয়ে তার মনোনয়নপত্র স্থগিত করে রিটার্নিং অফিসার।
শাহ্ সেলিম প্রধান আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ‘উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা-৮ এর উপধারা-২ (চ)’ কে চেল্যাঞ্জ করে গত ৭ মে তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন তিনি। ৮ মে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামান এর বেঞ্চ সেলিম প্রধান এর মনোনয়ন গ্রহণ এবং নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের জন্য নির্দেশনা দিয়ে একটি রায় প্রদান করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রিট পিটিশনের জবাব দিতে নির্দেশনা প্রদান করা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) জাবের মো. সোয়াইব নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে শাহ্ সেলিম প্রধান সহ চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়ন সম্পর্কে কোন সিদ্ধান্ত না দিয়ে অপর ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

আরো পড়ুন

চান্দিনায় আশা’র সদস্যদের উন্নত জাতের গাভী পালন প্রশিক্ষণ ও ভ্যাকসিনেশন কর্মসূচি।

কুমিল্লার চান্দিনায় বেসরকারি সংস্থা আশা'র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবর্তী গাভী পালন প্রশিক্ষণ ও গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন কর্মসূচি কার্যক্রম পরিচালনা...

Read more
চান্দিনায় ব্রেড এন্ড বাটার বেকারি উদ্বোধন করলেন নায়ক ওমর সানি।

কুমিল্লার চান্দিনায় ব্রেড এন্ড বাটার বাংলাদেশ নামে একটি বেকারির উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) চান্দিনা পশ্চিম বাজার হাজী আলী...

Read more
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী!

কুমিল্লার চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে...

Read more
চান্দিনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় সকল ধর্ম-বর্ণের নেতাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

Read more
চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ; অভিযানের এক ঘন্টা পর ফের কার্যক্রম শুরু!

কুমিল্লার চান্দিনায় অনুমোদিন বিহীন বেসরকারি ৬ ডায়াগনষ্টিক ও হাসপাতাল বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযানের এক ঘন্টা পার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top