মঙ্গলবার (১৪ মে) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বল্লারচর গ্রামে একটি বাল্য বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাবের মো. সোয়াইব।
উম্মে হাবিবা নামে ১১ বছর বয়সী মেয়ের বাল্য বিবাহের কার্যক্রম গ্রহণ করলে এলাকার সচেতন নাগরিক মেয়ের মা শাহিনা আক্তার ও বর জাহিদ হোসেনকে (যার বয়স ২০ বছর) আটক করে উপজেলা প্রশাসনকে খবর দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় ও চান্দিনা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পোঁছে বল্য বিবাহ বন্ধ করে এবং প্রাণ ফিরে পায় খেলার বয়সী একটি কন্যা যার হাসিতে ফুটে ওঠে মুক্ত জীবনে স্বাদ। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭ অনুসারে বরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।