কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি কমিটির সভা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাইজখার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এম.পি।
প্রধান অতিথি বলেন- ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছুই নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন পার্থক্য নেই। আমাদের সবার মাতৃভূমি একটাই।’ এসময় তিনি শারদীয় দুর্গোৎসবকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের আহ্বান জানান।
সভায় মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক কাজী ইয়াছিন আরাফাত, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মহিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।