কুমিল্লার চান্দিনা উপজেলায় সংসদ- সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১’শতজন হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জন প্রতি ২ হাজার ৫’শত টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান, বাতাঘাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. সাদেকুর রহমান, পৌর কৃষক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন জনি, বাতাঘাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম প্রমুখ।