কুমিল্লার চান্দিনায় শিক্ষার মনোন্নয়নে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বই পড়া উৎসবে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই অভিভাবক সমাবেশ হয়।
শিক্ষিত জাতি গঠনে মায়ের ভূমিকা কি? মায়েরা সন্তানদের প্রতি কি রকম নজর রাখা জরুরী? এসব নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য নিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
তিনি বলেন- বিদ্যালয় ছুটির পর আপনার সন্তান যথাসময়ে বাড়ি ফিরছে কিনা? দেরিতে বাড়ি ফিরলে কারণ জানতে চাইবেন এবং যথাসময়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে। আপনার ঘরে টাকা চুরি হলে ঘরের কাজের লোককে সন্দেহ না করে আগে নিজের সন্তানকে সন্দেহ করুন। ঘর থেকে টাকা চুরির প্রবণতা যে সন্তানের আছে ওই সন্তান কুপথে পা বাড়াচ্ছে নিশ্চিত বলে ধরে নিতে হবে। আপনার সন্তানকে মোবাইল নয়, বই পড়তে উৎসাহিত করুন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই পড়া প্রতিযোগিতায় সেরা ১০জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জনকারীকে ১৫ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। সহকারি উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান আক্তার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মো. জাকির হোসাইন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ।