‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা ভূমি অফিস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক।
কানুনগো মোহাম্মদ লোকমান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা পৌর এলাকা ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সোলায়মান আহমেদ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভায় বিষয়বস্তু সমূহ: স্মার্ট ভূমি কর, স্মার্ট নামজারি,স্মার্ট খতিয়ান পর্চা, স্মার্ট জমির ম্যাপ,ভূমি বিষয়ক পরামর্শ পেতে,ভূমি সংক্রান্ত অভিযোগ জানাতে এবং রেজিষ্ট্রেশনের পদ্ধতি। এ সময় ভূমি সংক্রান্ত সরকারের বিভিন্ন কার্যক্রমের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।