কুমিল্লার চান্দিনায় আশা আয়োজিত মার্কেট লিংকেজ কার্যক্রম বার মাস সবজি চাষী কৃষকদের ১দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আশা চান্দিনা ব্রাঞ্চ এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে কৃষক ২৪ জন, খুচরা সবজি ব্যবসায়ী ৫ জন, সবজি সাপ্লায়ার ১ জন মোট ৩০ জন কৃষক এতে অংশ গ্রহন করেন।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মো. কাউছারুল ইসলাম, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার, আশা কুমিল্লা জেলা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মো. আওলাদ হোসেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, আশা চান্দিনা সদর ব্রাঞ্চ।
এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো. শাহিন আলম।
প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনজুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (কৃষি), আশা কুমিল্লা জেলা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া।