কুমিল্লার চান্দিনায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ভূট্টা ও সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ নবেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। এসময় কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোরশেদ আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসার খন্দকার তাজিলা আক্তার সহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধন শেষে দিন ব্যপি বিভিন্ন ইউনিয়নে খুচরা বিক্রেতা , বিসিআইসি সার ডিলার,কীটনাশক খুচরা ও পাইকারি ডিলারদের দোকান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার মো. মোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ অফিসার।