কুমিল্লার চান্দিনায় তথ্য অধিকার আইন -২০০৯ বিষয়ক গণসচেতনতা বৃদ্ধি দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় ভিডিও কনফারেন্স মাধ্যমে সংযুক্ত ছিলেন নিতাই চন্দ্রদে সরকার, পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা।
দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (উপসচিব) উপ-পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা কুমিল্লা মোহাম্মদ আবেদ আলী, মো. জাহিদ হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (জরুরী সাড়াদান কেন্দ্র) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) দেবেশ চন্দ্র দাস এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান , বাতাঘাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. সাদেক হোসেন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া।
উক্ত কর্মশালায় চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।