‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ‘ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, বেলুল উত্তোলন, আনুষ্ঠানিক দিবস উদ্বোধন, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. শামসুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়।
চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ অধ্যাপক গৌতম কুমার দেব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিআই প্রোগ্রাম ম্যানেজার শাহ মো. আবদর রব, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রী লামিয়া মেজজাবিন অর্পি, তাসপিহা তাবাসসুম ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া সহ সরকারি কর্মকর্তা, কর্মচারি, বিএনসিসি,গার্লস গাইড, স্কাউটস সদস্য এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।