কুমিল্লার চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ১২৫ জন পরিবারের মাঝে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা চেক বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার (২৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মুহাম্মাদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) দেবেশ চন্দ্র দাস, চান্দিনা থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মো. মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু।
এরপর প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন।