অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ হারুন-উর-রশিদ।
সেভেন রিংস সিমেন্টের কুমিল্লা রিজিওনের সিনিয়র ম্যানেজার মো: মোত্তালেব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার রিজিওনাল ম্যানেজার মো: মাহাবুবুর রহমান।
সেভেন রিংস সিমেন্টের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার মো: ফারুক হোসাইন শাওনের সঞ্চালনায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সর্দার এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ জসীম উদ্দিন, জেএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম মজুমদার, রাহাত ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী জুনায়েদ করিম রাহাত প্রমুখ।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই কোম্পানির পক্ষ থেকে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরবর্তীতে ১৫ জন ভাগ্যবান ব্যবসায়ীর হাতে র্যাফেল-ড্র পুরস্কার সহ সকল অতিথিদের কমন গিফট প্রদান করা হয়।
বক্তারা বলেন, আমদানিকৃত সেরা কাঁচামাল, সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণে উৎপাদিত হচ্ছে বাংলাদেশের সেরা সিমেন্ট সেভেন রিংস্ সিমেন্ট। ঢাকা, খুলনা ও চট্টগ্রামে সেভেন রিংস্ সিমেন্টের অত্যাধুনিক তিনটি ফ্যাক্টরি রয়েছে তাছাড়া দুবাইতে রয়েছে সেভেন রিংস সিমেন্টের অত্যাধুনিক ভিআরএম প্রযুক্তির কারখানা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই সিমেন্ট। মজবুত আগামী গড়ার এই যাত্রায় সকলকে সঙ্গে থাকার আহবান জানানো হয়।